Primary TET 2017 result: পুজোর আগেই টেট পরীক্ষার ফল, ঘোষণা পর্ষদের
Primary TET result in 2017
1 minute read
পুজোর আগেই প্রকাশিত হবে ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফলাফল। যে পরীক্ষা চলতি বছরের জানুয়ারিতে হয়েছিল। মঙ্গলবার এমনটাই জানাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেইসঙ্গে পর্ষদের তরফে জানানো হয়, আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। আর ফলাফল প্রকাশের আগে উত্তর (অ্যানসার কি) প্রকাশ করা হবে।
তারপর মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পুজোর আগেই ২০১৭ সালের প্রাথমিক টেটের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল প্রকাশের আগেই পর্ষদের ওয়েবসাইটে -এ প্রকাশিত হবে উত্তর (অ্যানসার কি)। তার আগে আগামী মঙ্গলবার ঘোষণা করা হবে তৃতীয় দফার টেট পরীক্ষার কাউন্সেলিংয়ের নির্ঘণ্ট। যা পর্ষদের ওয়েবসাইটে দেখা যাবে। সেইসঙ্গে পর্ষদের তরফে বলা হয়, ‘পর্ষদের বিজ্ঞপ্তির উপর ভরসা রাখুন। মেধার ভিত্তিতে যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁরাই নিয়োগপত্র পাবেন।’